• সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

পাকুন্দিয়ায় আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেসরকারি এনজিও সংস্থা আশা’র ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সোমবার দিনব্যাপি উপজেলার আঙ্গিয়াদী লাউতলী বাজার এলাকায় আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র ও মঠখোলা বাজারে আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্র পৃথক ভাবে এ দুটি ক্যাম্পের আয়োজন করে।
দুটি ক্যাম্পের চিকিৎসকরা বিনামূল্যে নাক, কান, গলা, চর্ম, শিশু, ফিজিওথেরাপি ও ডায়াবেটিকসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ ঔষধ দেওয়া হয়।
আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. ইনজামুল হাসান সাকিব ও আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহুরা শোভা জানান, জাতির পিতার স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত এলাকার সাধারণ গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌছে দেওয়া। তার আদর্শকে ধারণ করে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা দুটি ক্যাম্পের মাধ্যমে এলাকার ৪ শতাধিক গরীব, অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছি।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আশা পাকুন্দিয়া অঞ্চলের এসআরএম অলোক চন্দ্র আচার্য, এসবিএম শামছুল কবীর ও মঠখোলা ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মো. জহির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *